Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Citizen Charter

 

সিটিজেন চার্টার

ক্র.নং

সেবারনাম

সেবাগ্রহীতা

সেবা প্রদানের সংক্ষিপ্ত পদ্ধতিসর্বোচ্চ সময়সীমাসংশ্লিষ্ট আইন-বিধি

সংশ্লিষ্ট কর্মকর্তাকর্মচারী


০১

মিউটেশননামপত্তন১৫০ ধারায় আদেশ পূন-পর্যালোচনার আবেদন

জমির মালিক

সংক্ষিপ্ত পদ্ধতিঃ আবেদন প্রাপ্তির পর কেস সৃজন করে প্রতিবেদনের জন্য নায়েবের নিকট প্রেরন এবং প্রতিবেদন প্রাপ্তির পর সংশ্লিস্ঠ ব্যব্ক্তি বর্গের শুনানী অন্তে কাগজপত্র, স্বত্বদখল ও অপত্তি বিবেচনায় আদেশ প্রদান ও পর্চা সরবরাহ।

সময়সীমাঃ ৪৫ কার্যদিবস।

সংশ্লিষ্ট আইন/বিধিঃ প্রজাসত্ব আইন ১৯৫০ এর ১৪৩/১১৭/১১৬/১৫০ ধারা, প্রজাসত্ব বিধিমালা, ভুমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০ ও জারি কৃত পরিপত্র সমূহ।

AC(Land); KGO/সার্ভেয়ার; ULAO; নামজারী সহকারী, প্রসেস সার্ভার


আপিল কর্তৃপক্ষঃ কালেক্টর

০২

মিউটেশন কেসের পর্চা/আদেশের নকল প্রদান

উপযুক্ত ব্যক্তি/

প্রতিষ্টান

সংক্ষিপ্ত পদ্ধতিঃ আবেদন প্রাপ্তির পর যাচাই অন্তে কেসের নকল/পর্চা লিখন ও স্বাক্ষর।

সময়সীমাঃ সাধারন ক্ষেত্রে ০৫ কার্যদিবস।

সংশ্লিষ্টআইন/বিধিঃ প্রজাসত্ব আইনের ১৯৫০, প্রজাসত্ব বিধিমালা, ভুমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০ ও জারি কৃত পরিপত্র সমূহ।

AC(Land); ULAO; নামজারী সহকারী

০৩

পৌর এলাকা বর্হিভূত ভিপি জমি লিজ প্রদাননবায়নলিজি পরিবর্তন

উপযুক্ত ব্যক্তিলিজি

সংক্ষিপ্ত পদ্ধতিঃ উপযুক্ত ব্যক্তি/লিজি থেকে লিজ গ্রহন/ নবায়ন/ বন্দোবস্ত আবেদন প্রাপ্তির পর প্রতিবেদনের জন্য সংশ্লিষ্ঠ নায়েবের নিকট প্রেরন এবং প্রতিবেদন প্রাপ্তির পর কেস নথি সৃজন/নথি প্রস্তাব সহ ইউএনও কর্তৃক অনুমোদন এবং ডি,সি,আর প্রদান।

সময়সীমাঃ ৩০ কার্যদিবস/বিধি মোতাবেক সময়ে।

সংশ্লিষ্টআইন/বিধিঃ অর্পিত সম্পত্তির আইন ২০০১ ও বিধিমালা, ভুমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০ ও জারিকৃত পরিপত্র সমূহ।

UNO; AC(Land); ULAO, নাজির, সংশ্লিষ্ট সহকারী, প্রসেস সার্ভার


আপিল কর্তৃপক্ষঃ অতিঃ জেলা প্রশাসক (রাঃ)

০৪

ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্ত

ভূমিহীন ব্যক্তি

সংক্ষিপ্ত পদ্ধতিঃ ভূমিহীন ব্যক্তির আবেদন প্রাপ্তির পর নায়েবের যাচাই বাছাই অন্তে প্রতিবেদন প্রেরণ ও উপজেলা কমিটি কতৃক যাচাই বাছায় পর কেস নথি সৃজন করে প্রস্তাব সহ জেলা কমিটিতে প্রেরন। জেলা কমিটি কতৃক অনুমোদন, কবুলিয়ত সম্পাদন, নামজারি ও দখল হস্তান্তর।

সময়সীমাঃ ০৩ মাস/বিধি মোতাবেক সময়ে।

সংশ্লিষ্ট আইন/বিধিঃ কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৭ ও সংশ্লিষ্ঠ বিধিমালা, ভুমি ব্যবস্থাপনা ম্যানুয়াল, ১৯৯০ ও জারিকৃত পরিপত্র সমূহ।

কালেক্টর ও জেলা কমিটি; UNO ও উপজেলা কমিটি; AC(Land); KGO ও সার্ভেয়ার, সংশ্লিষ্ট সহকারী; ULAO


আপিল কর্তৃপক্ষঃ কালেক্টর

০৫

অকৃষি খাস জমি বন্দোবস্ত

উপযুক্ত ব্যক্তি/

প্রতিষ্টান

সংক্ষিপ্ত পদ্ধতিঃ আবেদন প্রাপ্তির পর নায়েবের যাচাই বাছাই অন্তে সুনির্দিষ্ট প্রতিবেদন প্রেরণ। অতঃপর কেস নথি সৃজন করে ইউএনও এর মাধ্যমে প্রস্তাব সহ কালেক্টর এর নিকট প্রেরন। কালেক্টর কতৃক চুড়ান্ত অনুমোদনের জন্য ভূমিমন্ত্রণালয়ে প্রেরণ। অনুমোদনের পর চুক্তিপত্র সম্পাদন।

সময়সীমাঃ ০২ মাস/বিধি মোতাবেক সময়ে।

সংশ্লিষ্ট আইন/বিধিঃ অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৫ ও সংশ্লিষ্ঠ বিধিমালা, ভুমি ব্যবস্থাপনা ম্যানুয়াল, ১৯৯০ ও জারিকৃত পরিপত্র সমূহ।

ভূমি মন্ত্রণালয়; কালেক্টর;

UNO; AC(Land); সাব-রেজিস্ট্রার; সংশ্লিষ্ট সহকারী; ULAO


আপিল কর্তৃপক্ষঃ কালেক্টর

০৬

হাটবাজারচান্দিনা

ভিটি ব্যবস্থাপনা

সংশ্লিষ্ট ব্যক্তি

সংক্ষিপ্ত পদ্ধতিঃ বন্দোবস্ত/ নবায়নের আবেদন প্রাপ্তির পর প্রতিবেদনের জন্য সংশ্লিষ্ঠ নায়েবের নিকট প্রেরন। বন্দোবস্তের ক্ষেত্রে প্রতিবেদন প্রাপ্তির পর কেস নথি সৃজন/ নথি প্রস্তাব ইউএনও মাধ্যমে কালেক্টর এর বরাবর প্রেরণ এবং অনুমোদন। অত:পর ডি,সি,আর প্রদান। নবায়নের ক্ষেত্রে এসিল্যান্ড কর্তৃক নবায়ন।

সময়সীমাঃ ৪৫কার্যদিবস/ বিধি মোতাবেক সময়ে।

সংশ্লিষ্ট আইন/বিধিঃ অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৫ ও সংশ্লিষ্ঠ বিধিমালা, ভুমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০ ও জারিকৃত পরিপত্র।

কালেক্টর; UNO; AC(Land); সাব-রেজিস্ট্রার, সার্ভেয়ার, সংশ্লিষ্ট সহকারী, ULAO


আপিল কর্তৃপক্ষঃ কালেক্টর

০৭

জলমহাল ইজারা

প্রদাননবায়ন

ইজারা গ্রহণেচ্ছুক মৎস্যজীবী সমিতি

সংক্ষিপ্ত পদ্ধতিঃ ২০একর পর্যন্ত বদ্ধ জলমহালের জন্য বাঙলা বছরের ৩০চৈত্রের কমপক্ষে ৩সপ্তাহ পূর্বে পত্রিকায় টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ। জেলা কমিটি কর্তৃক প্রাপ্ত দরপত্র মূল্যায়ন এবং চূড়ান্ত ভাবে নির্বাচিত দরদাতার সাথে চুক্তিসম্পাদন সহ ইজারা প্রদান কার্যক্রম (তিন বাঙলা বছরের জন্য) সম্পন্ন করণ।

সময়সীমাঃ ০১ মাস/বিধি মোতাবেক সময়ে।

সংশ্লিষ্ট আইন/বিধিঃ সরকারী জলমহাল ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতি ২০০৯, ভুমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০ ও জারিকৃত পরিপত্র।

UNO; AC(Land); সংশ্লিষ্ট অফিস সহকারী, ULAO


আপিল কর্তৃপক্ষঃ কালেক্টর

০৮

ভূমি উন্নয়ন কর পরিবর্তনসংশোধন

সংশ্লিষ্ট ব্যক্তি

সংক্ষিপ্ত পদ্ধতিঃ প্রয়োজনীয় কাগজ পত্র সহ আবেদন প্রাপ্তির পর কেস নথি সৃজন পূর্বক নায়েবকে যাচাই অন্তে প্রতিবেদন দিতে বলা হয়। প্রতিবেদন দাখিলের পর তা পর্যালোচনান্তে এসিল্যান্ড বিধি মোতাবেক ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও ভূমির শ্রেনী বিষয়ক আদেশ প্রদান।

সময়সীমাঃ ০১ মাস/বিধি মোতাবেক সময়ে

সংশ্লিষ্ট আইন/বিধিঃ পি.ও. ৯৬/৭২, প্রজাসত্ব আইনের ১৯৫০, ভুমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০ ও জারিকৃত পরিপত্র।

AC(Land); ULAO; সংশ্লিষ্ট সহকারী


আপিল কর্তৃপক্ষঃ কালেক্টর


গুচ্ছগ্রামআবাসনআশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন

উপযুক্ত ব্যক্তি

সংক্ষিপ্ত পদ্ধতিঃ ভূমিহীনদের আবেদনের প্রেক্ষিতে যাচাই অন্তে উপজেলা ও জেলা কমিটির অনুমোদন সাপেক্ষে ভূমিহীনদের পূর্নবাসন করা হয়।

সময়সীমাঃ ০৩ মাস/বিধি মোতাবেক সময়ে।

সংশ্লিষ্ট আইন/বিধিঃ ভুমি ব্যবস্থাপনা ম্যানুয়াল, ১৯৯০ ও জারিকৃত পরিপত্র।

কালেক্টর, UNO; AC(Land); উপজেলা প্রকৌশলী, PIO, সার্ভেয়ার, সংশ্লিষ্ট সহকারী, ULAO

আপিল কর্তৃপক্ষঃ কালেক্টর


ভূমি বিষয়ক তথ্য  পরামর্শদান

যে কোন ব্যক্তি

সংক্ষিপ্ত পদ্ধতিঃ সরাসরি সেবা গ্রহিতা আসলে/ আবেদন করলে ভূমি সংক্রান্ত বিধিবিধানের আলোকে সহযোগিতা মূলক ভূমি বিষয়ক তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।

সময়সীমাঃ তাৎক্ষনিক

AC(Land); KGO/সার্ভেয়ার, সংশ্লিষ্ট সহকারী